শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জিততে যে ফর্মুলা ব্যবহার করতে চান অস্ট্রেলিয়া কোচ!

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৫টি শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অথচ, সেই দলটিই কি না টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি এখনও।

এই ফরম্যাটের বিশ্বকাপের অতীতের ছয় আসরের মধ্যে একবার ফাইনালে উঠেছিল তারা। ২০১০ সালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা অধরা থেকে যায় অস্ট্রেলিয়ার। এবারের বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই অধরা শিরোপা ঘরে তুলেতে চায় অসিরা।

তো নিউজিল্যান্ডকে ফাইনালে হারের জন্য কী ফর্মুলা তৈরি করছে অস্ট্রেলিয়া? কোচ জাস্টিন ল্যাঙ্গার আগে থেকেই সেই পরিকল্পনার কিছু অংশ ফাঁ করে দিলেন মিডিয়ার সামনে। ল্যাঙ্গার বলেন, ‘আমাদের ইতিহাস কত সমৃদ্ধ! এই একটি শিরোপাই শুধু অধরা। চক্রটা পূরণ করতে পারলে দারুণ হবে। তবে সেটা আপনাকে অর্জন করে নিতে হবে। ইতিহাস আপনার হয়ে ব্যাটিং-বোলিং করবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেট ইতিহাস বেশ পরিপূর্ণ। এমন গৌরবময় ইতিহাস বিশ্বের কোনও ক্রিকেট দলের নেই। তবে আমাদের একটা ট্রফিই অধরা রয়ে গেছে। সেটা হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটা জিততে পারলে সত্যিই খুব ভালো লাগবে।’

সে জন্য কী করতে হবে? সেটা জানিয়ে ল্যাঙ্গার জনান, ফাইনালে নির্ভীক ও আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি এ টুর্নামেন্ট জিততে চাই, তাহলে ফাইনালে আমাদের নির্ভীক এবং আক্রমণাত্মকভাবে ব্যাট করতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি ফাইনালেও তা চালিয়ে যেতে হবে।’

তবে যে কোনো পরিস্থিতির জন্যও তারা প্রস্তুত রয়েছেন বলে জানান অসি কোচ। তিনি বলেন, ‘আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে, আমরা প্রথমে ব্যাট করি বা বোলিং- উভয় পরিস্থিতিতেই জিততে পারি।’ জয়ের ইচ্ছাটাকেই বড় করে দেখছেন অসি কোচ। তিনি বলেন, ‘জয়ের জন্য আপনার সেই মেজাজ থাকতে হবে। দলের ভেতরের পরিবেশ শান্ত। ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত খেলোয়াড়রা। তাদের মধ্যে এখন ভালো আত্মবিশ্বাস আছে এবং তারা সবাই ভালো বোধ করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়