শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে এক দিনেই ৪০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক: ব্রিটেন এক দিনেই নতুন করে ৪০ হাজার ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঐ একই দিন শুক্রবার (১০ নভেম্বর) ১৪৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪২ হাজার ৬৭৮ জনে।

বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, করোনা শনাক্ত হওয়ার ২৮ দিনের মধ্যে যারা মারা গেছেন কেবলমাত্র তাদেরকেই এই মৃত্যু তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বিগত সাত দিনে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৫ভাগ এবং মৃত্যু হার ৮ দশমিক ৯ ভাগ অবনতি ঘটেছে। যুক্তরাজ্যে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আট হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

জার্মানিতে করোনায় আরো এক লাখ মানুষের মৃত্যুর আশঙ্কাজার্মানিতে করোনায় আরো এক লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দেয়ার পর সর্বশেষ এ তথ্য প্রকাশ করা হলো।

জনসন স্কাই নিউজ’কে বলেন, ‘ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ঝড়ো মেঘ ঘনীভূত হতে দেখা যাচ্ছে এবং আমি মানুষকে একেবারে অকপটে বলবো আমরা এর আগেও এখানে এমন পরিস্থিতি দেখেছি। নতুন ঢেউ শুরু হলে কি ঘটে তা আমরা স্মরণ করি।’

এবার করোনা আতঙ্কে দক্ষিণ কোরিয়ায় শিশুরাএবার করোনা আতঙ্কে দক্ষিণ কোরিয়ায় শিশুরা তার ভাষ্যমতে, ‘এক্ষেত্রে আজ আমি বুস্টার ডোজ নেওয়ার অপরিহার্যতার কথা বলছি। এ ডোজ আগের চেয়ে অনেক বেশি কার্যকর।’ -ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়