শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১২:২৯ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে পুকুর-জলাশয় ভরাট, হারিয়ে যাচ্ছে শাপলা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি: জাতীয় ফুল শাপলা প্রায় এখন বিলুপ্ত। তেমন একটা চোখে পড়ে না শাপলা। এই শাপলা ফুল এক সময় বর্ষা মৌসুমে পুকুর, ডুবায়, জলাশয়,নদী- খাল-বিলসহ আনাচে কানাচে দেখা যেতো। যা গ্রামকে অপরূপ সৌন্দর্যে ভরিয়ে রাখত।

কালের বিবর্তণে এখন এরূপ সৌন্দর্য চোখে পড়ে না। খাল-বিল ও আবদ্ধ জলাশয় ভরাটের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাউজান উপজেলার পাহাড়ি এলাকা হলদিয়া বৃন্দাবনপুর বটপুকুরিয়া এলাকায় দু’একটি পুকুরে গুটি কয়েক শাপলা ফুল ফুটে থাকতে। বতর্মানে নিচু জমিগুলোতে ধান চাষ ও পুকুর-জলাশয়গুলো পরিষ্কার করে জালের ঘেড়া দিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ হচ্ছে। যার ফলে শাপলা ফুল জন্মানোর ক্ষেত্র গুলো নষ্ট হয়ে যাচ্ছে।

ছোটবেলায় দেখতাম পুকুর-জলাশয়- খাল-বিলে জন্মানো শাপলা ফুল থেকে বের হতো ডাঁটা। স্থানীয় ভাষায় বলা হতো ড্যাব।পুকুর-জলাশয় থেকে এগুলো মানুষ উঠিয়ে নিয়ে ভেঙ্গে শুকিয়ে খই ভেজে খেত। খুবই স্বাদ ছিল। হাট- বাজারে সুস্বাদু ডাঁটাগুলো সবজি হিসেবে বিক্রি করতো। রান্না করলে শাপলা ফুলের ডাঁটা খেতে খুবই সুস্বাদু হতো।

বর্তমানে শাপলার ডাঁটা বা ড্যাব খাওয়া তো দূরের কথা শাপলা এখন ডুমুরের ফুল। বর্তমানে নতুন প্রজন্মরা এই ফুলের বিষয়ে জানতে পারে পাঠ্যবইয়ের মধ্যে। পাঠ্যবইয়ে জাতীয় ফুল শাপলার ব্যাপারে নানাভাবে বর্ণনা দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে এ শাপলা ফুল নতুন প্রজন্মরা এখন দেখতে পায় না। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা। শুধু পাঠ্যবইয়ে জাতীয় ফুল শাপলার বর্ণনা শুনবো। বাস্তব ক্ষেত্রে তা, দেখতে পাব না। ফুলটি সংরক্ষণ করার প্রয়োজন। যেহেতু আমাদের জাতীয় ফুল শাপলা। রাউজানে অনেক সরকারি প্রতিষ্ঠানে পুকুর- জলাশয় রয়েছে। তাই সরকারিভাবে এই ফুল সংরক্ষণ করা সময়ের দাবি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়