শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাপাউবোকে চলমান প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সম্তুষ্টি প্রকাশ করেন: উপ-মন্ত্রী

এম আর আমিন: [২] সরকারের অগ্রগামী ভূমিকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়টি বিবেচনার দাবি রাখে, চট্টগ্রামে উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

[৩] চট্টগ্রাম জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দক্ষিণ-পূর্বাঞ্চল জোনের প্রধান প্রকৌশলীর দপ্তরে চলমান প্রকল্পের কাজ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

[৪] সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পূর্ব রিজিয়ন জনাব অখিল কুমার বিশ্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম জোনের নবাগত প্রধান প্রকৌশলী জনাব মো. রমজান আলী মানিক, চট্টগ্রাম পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব শিবেন্দু খাস্তগীর, কক্সবাজার পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো. রুহুল আমিন, চট্টগ্রাম পওর বিভাগ-১ প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, ২নাহিদ উর জামান খান , রাঙ্গামাটি পওর বিভাগ, কক্সবাজার পওর বিভাগ ও বান্দরবান পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

[৫] উক্ত মতবিনিময় সভায় অত্র জোনের অধীন চলমান প্রকল্প সমূহের মধ্যে চলতি অর্থ বছরে (২০২১-২২) সমাপ্তির জন্য নির্ধারিত ৭টি প্রকল্পের অগ্রগতি এবং সার্বিক বিষয় সম্পর্কে উপমন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী প্রকল্প সমূহের অগ্রগতি দেখে সম্তুষ্টি প্রকাশ করেন। মন্ত্রী চলমান প্রকল্প সমাপ্তির জন্য প্রয়োজনী অতিরিক্ত বরাদ্দ যথাসময়ে প্রদানের আশ্বাস দেন।

[৬] মন্ত্রী বলেন, প্রকল্প সমূহে অর্ন্তভুক্ত প্রতিটি কাজের গুনগতমান যেনো অক্ষুন্ন থাকে এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে সার্বক্ষণিক তত্ত্বাবধানের নির্দেশনা প্রদান করেন।

[৭] কর্মকর্তা-কর্মচারীগণের দাবীর প্রেক্ষিতে বিদ্যমান কলোনী সমূহের আবাসন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। তিনি সকল কর্মকর্তা কর্মচারীদের সমস্যা সমূহ সমাধানের আশ্বাস প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়