সাকিবুল আলম: [২] লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় শিয়াপন্থী ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাইম কাশেম এ কথা বলেছেন। ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গে সৌদি আরব ও লেবাননের মতভিন্নতার মধ্যেই হিজবুল্লাহ উপমহাসচিব এ মন্তব্য করলেন। পার্স টুডে
[৩] তিনি আরও বলেন,লেবানন একটি স্বাধীন দেশ যা কারো কর্তৃত্ব মেনে নেবে না। সৌদি আরব এ সমস্যা তৈরি করেছে,বৈরুত নয়। সৌদি আরবের কাছে আমাদের কোেেনা দাবি নেই। শুধু তারা আমাদের দেশে হস্তক্ষেপ করা বন্ধ করুক।
[৪] এর আগে গত রোববার শেখ নাইম কাশেম বলেছিলেন, সৌদি আরবের কূটনৈতিক চাপের মূল লক্ষ্যবস্তু হচ্ছে হিজবুল্লাহ,অন্য কিছু নয়।