শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের আদলে সাজবে বুড়িগঙ্গা, পাড়ে থাকবে রিসোর্ট, থ্রি-স্টার হোটেল

সুজিৎ নন্দী: [২] বুড়িগঙ্গাকে দৃষ্টিনন্দন করতে মাস্টারপ্ল্যান নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কোন দেশের কোন নদীর আদলে সাজানো হবে না বুড়িগঙ্গা। অপরদিকে দক্ষিণ সিটি নদীটির পুরনো চ্যানেল নিয়ে পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী নদীর আদি চ্যানেল উদ্ধার করে সেখানে পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে।

[৩] পাশাপাশি এ প্রকল্পে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালু করে যাত্রী ও মালামাল পরিবহন সহজ করারও পরিকল্পনা নেওয়া হবে। নদীর পানির প্রকৃত রঙ ফেরাতেও কাজ চলছে।

[৪] প্রকল্প সূত্রে জানা যায়, নদীর তীরে থাকবে বিলাসবহুল রিসোর্ট, হাঁটার রাস্তা, পার্ক, বসার স্থান, নদীঘাট, প্রমোদতরী, ভাসমান বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁ। ফুল ও ফলগাছে সাজানো হবে নদীর পাড়। থাকবে উন্নত বাস সার্ভিসও। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ডিএসসিসি, বিআইডাব্লিউটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে এরকম তথ্য পাওয়া গেছে।

[৫] নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নানা কারণে বুড়িগঙ্গা তার গৌরব হারিয়েছিলো। এ নদী মৃতপ্রায়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নদীর প্রাণ ফেরাতে উদ্যোগ নিয়েছি। বড় ধরণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। যা বাস্তবায়ন হলে নদীর চেহারাই বদলে যাবে। ফিরে আসবে নদীর স্বাভাবিক প্রবাহ।

[৬] তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘের এ আদি চ্যানেলটির জমি বেশির ভাগই উদ্ধার হয়ে গেছে।

[৭] মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করে নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো। সীমানা নির্ধারণ করে অবৈধ দখল থেকেও নদীকে মুক্ত করার কাজ চলছে।

[৮] জানা যায়, এক পাড়ে বাঁধ থাকলে অপর পাড়ে বাঁধ তৈরি করে নির্মাণ করা হবে নানা অবকাঠামো। ইতোমধ্যেই দুপাশের নদীর জমির সীমানাও চিহ্নিত করা হয়েছে।

[৯] রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ড্যাপ পরিচালক আশরাফুল ইসলাম বলেন, সংশোধিত ড্যাপে বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারের ডিএসসিসি যে উদ্যোগ নিয়েছে, সে কাজে রাজউক সব ধরনের সহযোগিতা করবে।

[১০] রাজউকের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, উন্নত দেশের নদীবন্দরের আদলে সাজানো হবে সদরঘাটকেও।

[১১] অপরদিকে (তৃতীয় পর্যায়) ঢাকার চারপাশের তুরাগ, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরে ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ২২৭ কোটি টাকা। প্রকল্পটি নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়