মাজহারুল ইসলাম: [২] রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেলের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা পড়েছে আদালতে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক খালেদ সাইফুল্লাহ বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন।
[৩] খালেদ সাইফুল্লাহ জানান, একজনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর আদালতে ৮ নভেম্বর এই অভিযোগপত্রটি জমা দেয়া হয়। গত ৭ জানুয়ারি দুপুরে কলাবাগানের নিজ বাসায় ডেকে নিয়ে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে। ঘটনার পর দিহান নিজেই ওই ছাত্রীকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা ছাত্রীকে মৃত ঘোষণা করেন।
[৪] এ ঘটনায় ৭ জানুয়ারি রাতে নিহতের বাবা বাদী হয়ে দিহানকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। ওই দিনই দিহানকে আটকের পর গ্রেপ্তার দেখায় কলাবাগান থানা পুলিশ। পরদিন এজাহার গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম আদালত কয়েক দফায় তারিখ দিলেও প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয় কলাবাগান থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে পিবিআই মামলার তদন্তশেষে গত রোববার চার্জশিট দিয়েছে।