ভূঁইয়া আশিক রহমান: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’-এর প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, এতোদিন আমরা করোনা ঠেকানোর চেষ্টা করেছি। তখন করোনার কোনো ওষুধ আমাদের হাতে ছিলো না। ‘মলনুপিরাভির’ দাম কম, হাতের নাগালে; বিরাট সুখবর।
[৩] ভ্যাকসিনেশনের পরও করোনা চলে যায়নি। আমেরিকা, যুক্তরাজ্য, রাশিয়ার মতো দেশে এখনো করোনা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, করোনা আরও কয়েকবছর থাকবে। ফলে মলনুপিরাভির আমাদের জন্য আশীর্বাদ।
[৪] মলনুপিরাভিড় ওষুধ সেবনে করোনা রোগী গুরুতর অসুস্থ হন না। ওষুধ কার্যকর বলেই মনে হচ্ছে। মলনুপিরাভির ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রা স্বাভাবিক হতে বাধা কমে আসবে। এতে অর্থনীতি চাঙা হওয়ার বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে।
[৫] করোনার ওষুধ দেশে ৫০-৭০ টাকায় ওষুধটি বিক্রি হচ্ছে। যেখানে আমেরিকায় একটি ক্যাপসুলের দাম হচ্ছে ৭০ ডলার। ওষুধ ঠিকমতো ব্যবহার না হলে ওষুধে কাজ হবে না। যথেচ্ছ ও লাগামছাড়া ব্যবহার ডিজাস্টারও হতে পারে।