শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১১:২২ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ থেকে আরো ৯টি দেশে কর্মী যাবে

মনিরুল ইসলাম: [২] করোনা পরবর্তী সময়ে নতুন শ্রম বাজারের অংশ হিসেবে ৯টি দেশে কর্মী যাবে। মাদাগাসকার, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, উজবেকিস্তান, কম্বোডিয়া, সিসেলস, বসনিয়া-হারজেগোভিনা ও পোল্যান্ডে কর্মী প্রেরণ করা শুরু হয়েছে বলে সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

[৩] বুধবার একাদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এই তথ্য জানানো হয়।

[৪] কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, পংকজ নাথ এবং মো. সাদেক খান, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বৈঠকে অংশগ্রহণ করেন।

[৫] জানা যায়,বৈঠকে কোভিড পরবর্তী বিশ্ব পরিস্থিতি শ্রম বাজার অনুসন্ধান, সম্ভাবনা ও চ্যালেঞ্জ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানবপাচার প্রতিরোধ দমন আইন-২০১২ এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া বিগত ১৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

[৬] বৈঠকে জানানো হয়, এছাড়া আরও কিছু নতুন নতুন দেশে কর্মী প্রেরণের নিমিত্তে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

[৭] বৈঠকে আরও জানানো হয় যে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পুনর্বাসন ঋণের আওতায় সর্বোচ্চ ঋণ সীমা ৮ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এবং বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণের সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ঋণ বিতরণ কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনবল নিয়োগসহ ব্যাংকের শাখা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

[৮] কমিটি দেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) থেকে এ পর্যন্ত কতজন লোক ট্রেনিং নিয়ে বিদেশে গিয়েছে তার একটি পরিসংখ্যান প্রস্তুতপূর্বক কমিটিকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। তাছাড়া দেশের প্রান্তিক বেকার লোকদের ট্রেনিংয়ে উৎসাহ দেওয়ার জন্য যারা ভালো করবে তাদেরকে আর্থিক পুরস্কার দেওয়া যায় কিনা সে বিষয়টি বিবেচনা করার জন্যও সুপারিশ করে।

[৯] বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বর্তমানে বিদেশে কর্মী গমনের হার বৃদ্ধি পেয়েছে। গত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট দেড় লাখেরও বেশী কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন। তিনি আরও জানান, প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়