শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনবাগে নবজাতকের মৃত্যুর অভিযোগে মামলা, পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

মো. ফরহাদ হোসেন: [২] নোয়াখালীর সেনবাগে নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাক্তার, নার্স ও হাসপাতালের মালিকসহ ৭ জনকে আসামি করে নবজাতকের পরিবার মামলা দায়ের করে সাংবাদিক সম্মেলনের পর পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার রাতে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৩] এসময় সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার ও নার্সদের আসামি করে হয়রানীমূলক মামলা দায়েরের প্রতিবাদে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন- সেনবাগ সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ও সেনবাগ কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন- সেনবাগ প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশন এর সভাপতি হাজী আবুল খায়ের, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সেন্ট্রাল হাসপাতালের পরিচালক কাউন্সিলর আক্তার হোসেন মিন্টু ও আলিফ প্রাইভেট হাসপাতালের এম.ডি মনোয়ার হোসেনসহ প্রমুখ।

[৪] প্রসঙ্গত গত ১৫ তারিখ প্রসব বেদনা শুরু হলে তার বোন তাসলিমা আক্তার পলিকে (২৭) সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয়, পরবর্তীতে হাসপাতালে কর্তব্যরত অনভিজ্ঞ নার্স বিলকিস আফরোজ জলিসহ কয়েকজন কোন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়ে নরমাল ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের মাথায় আঘাত পায়। পরবর্তীতে নবজাতকের অবস্থার অবনতি হলে প্রথমে ফেনী ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১৬ অক্টোবর শিশুটি মৃত্যু হয়। এসময় নবজাতকের মা তাসলিমা আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

[৫] এ ঘটনায় ডাক্তার, নার্স ও মালিক পক্ষের গাফিলতির অভিযোগ এনে ডাক্তার, নার্স ও হাসপাতালের মালিকসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করে শিশুটির পরিবার। রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিচার দাবি করে বক্তব্য রাখেন মৃত নবজাতকের মামা মশিউর রহমান সবুজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়