শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুন বন্দি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে

শাহাজাদা এমরান: [২] কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি অবস্থান করছে। এক দিকে জনবল সংকট অপর দিকে বন্দির সংখ্যা দ্বিগুন সব মিলিয়ে কারাগারের সার্বিক কাজে বাধাগ্রস্থ হচ্ছে বলে জানালেন কারাকর্তৃপক্ষ।

[৩] কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, কুমিল্লা কারাগারে বন্দির মোট ধারণ ক্ষমতা হলো ১,৭৪২ জন। এর মধ্যে পুরুষ ধারণ ক্ষমতা ১,৭০৬ আর মহিলা ধারণ ক্ষমতা ৩৬ জন। কিন্তু কারাগারে বর্তমানে অবস্থান করছে ৩,১৯৪ জন। অবস্থান করা বন্দিদের মধ্যে পুরুষ ৩,০৫১ আর মহিলা ১৪৩ জন। এর মধ্যে বিদেশী বন্দি রয়েছে ৯জন। বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে বর্তমানে ১,৪৫২ জন বন্দি অবস্থান করছে।

[৪] কারা সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৩,১৯৪ জন বন্দির মধ্যে মৃত্যু দন্ড প্রাপ্ত বন্দি হলো ৯৩জন তবে ডিভিশন প্রাপ্ত কোন বন্দি নেই এখানে। ১৩জন মহিলাসহ সশ্রম বন্দি ৪০৩, বিনাশ্রম বন্দি ১১জন মহিলাসহ ২০৩ জন, বিচারধীন বন্দি ১১৪জন মহিলাসহ ২,৪৯২ জন আর আরপি বন্দি হলো ৩ জন। এই বন্দিদের মধ্যে রয়েছে, জে,এম বি ১৬, আনসার আল ইসলাম ১, মায়ের সাথে ৮জন কণ্যা শিশুসহ শিশু ২০জন। যাবজ্জীবন প্রাপ্ত বন্দি হলো ১২ জন নারীসহ ২৭০ জন।

[৫] ধারণ ক্ষমতার চাইতে অধিক বন্দি নিয়ে কিভাবে কার্যসম্পাদন করেন জানতে চাইলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান বলেন, এক দিকে বন্দি বেশী অপর দিকে কিছু পদ খালিও আছে। সমস্যা তো কিছুটা হবেই। তারপরেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমাদের উর্ধ্বতন মহল অবগত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়