শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৩:১৬ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালিদ খলিল:: মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কে মজার ও উদ্ভট তথ্য

খালিদ খলিল: [১] বমি করেছিলেন জর্জ বুশ : ১৯৯২ সালে জাপান সফরের সময় অসুস্থ ছিলেন প্রেসিডেন্ট জর্জ বুশ। ফলে রাতের খাবারের সময় যখন তাঁর সামনে জাপানি বিফ স্টেক নিয়ে আসা হয়েছিলো তখন তিনি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রীর কোলে বমি করে দিয়েছিলেন। এই ঘটনার পর জাপানি ভাষায় ‘বুশু-সুরু’ নামে একটি বিষয় যুক্ত হয়েছে। এর মানে হচ্ছে ‘বুশের মতো কিছু করা’!
[২] আব্রাহাম লিংকন : প্রেসিডেন্ট হওয়ার আগে একটি পানশালার যৌথ মালিক ছিলেন লিংকন। যদিও মদ্যপানের বিশেষ ভক্ত ছিলেন না তিনি। অবশ্য যার সঙ্গে তিনি পানশালা চালু করেছিলেন তিনি ছিলেন উলটো, অর্থাৎ একেবারে আসক্ত। এই ভিন্নতার কারণে ব্যবসাটি কখনও লাভজনক হয়ে উঠতে পারেনি। অবশেষে অংশীদারের মৃত্যুর পর পানশালাটি বন্ধ হয়ে যায়।

[৩] জেরার্ল্ড ফোর্ড: বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মডেলিং করতেন যুক্তরাষ্ট্রের ৩৮তম প্রেসিডেন্ট। ১৯৪২ সালে একবার ‘কসমোপলিটন’ ম্যাগাজিনের কভার মডেল হয়েছিলেন। অবশ্য খুব বেশিদিন এই পেশায় ছিলেন না ফোর্ড।

[৪] জিমি কার্টার : তাঁকে বলা হয় যুক্তরাষ্ট্রের ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) প্রেসিডেন্ট। ১৯৬৯ সালে তিনি আকাশে ইউএফও দেখার কথা জানিয়েছিলেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় তিনি ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্রে ইউএফও দেখা নিয়ে যতো তথ্য আছে, প্রেসিডেন্ট হলে, সেগুলো তিনি সাধারণ জনগণ ও বিজ্ঞানীদের জন্য উন্মুক্ত করবেন।

[৫] কেলভিন কুলিজ : সকালে বিছানায় নাস্তা করার আগে তিনি নাকি মাথায় পেট্রোলিয়াম জেলি মেখে নিতেন। এটি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিশ্বাস করতেন তিনি![৬] রোনাল্ড রেগান : একমাত্র প্রেসিডেন্ট যিনি তালাকপ্রাপ্ত। অবশ্য প্রেসিডেন্ট হওয়ার অনেক আগের কথা এটি। ১৯৪০ এর দশকে তিনি অভিনেত্রী জেন ওয়াইম্যানকে বিয়ে করেছিলেন। ১৯৪৮ সালে তাঁরা পৃথক হয়ে যান। এরপর ১৯৫২ সালে তিনি আরেক অভিনেত্রী ন্যান্সি ডেভিসকে বিয়ে করেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ন্যান্সির সঙ্গেই ছিলেন।
[৭] ক্রীতদাসের বংশধর ওবামা?- দুই বছর ধরে গবেষণা শেষে ২০১২ সালে অ্যানসেস্ট্রি ডটকম জানায়, ওবামা সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান দাস জন পাঞ্চ- এর ১১তম ‘গ্রেট-গ্র্যান্ডসান’। ১৬ শতকের শুরুতে দাস হিসেবে অ্যামেরিকায় গিয়েছিলেন পাঞ্চ। এরপর মালিকের কাছ থেকে পালানোর চেষ্টা করেন তিনি। এর শাস্তি হিসেবে তাঁকে আজীবন দাসত্ব করতে বাধ্য করা হয়। ফলে পাঞ্চই অ্যামেরিকার প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষিত আফ্রিকান ক্রীতদাস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়