শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৩:০৮ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রফি হক : একজন শিল্পীর যন্ত্রণা, একজন শিল্পীর লড়াই-সংগ্রাম

রফি হক : বড় রকমের অসুস্থতার পর আমার বিষণতা, অবসাদগ্রস্থতা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে চলেছি। ‘অবসাদ’ বা ‘বিষণœতা’ বলতে আমরা যা বুঝি বা জানি আমার বেলায় বিষয়টি তা নয়। আমি বলতে চেয়েছি আমার ছবি আঁকার বা চিত্র রচনার জন্য পরিস্থিতি এখনো সুখদায়ক নয়। মনোযোগ দিয়ে পড়াশোনা করার বা লেখার জন্য এখনো নিজেকে তৈরি করতে পারিনি। আমি সেটাই বলতে চেয়েছি। এই বিষয়গুলো একজন সৃষ্টিকাজের মানুষের জন্য খুব কষ্টের ও বেদনার। যান্ত্রণাদায়কও। আমি ভেবেছি, কিছুদিনের জন্য দেশের ভেতরে কিংবা বাইরে থেকে ঘুরে আসতে পারি। তাতে কি কোনো লাভ হবে? আমার শিল্পকাজ কি এগিয়ে যাবে? হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আমাকে বলেছিলেন, অন্তত তিনমাস কোথাও যাবেন না। দুই ঘণ্টার ওপর শ্রম দেবেন না। এখন কিছুদিন নিজের ওপর নজর দিন। নিজের ওপর হাত-পা বেঁধে নজর দেওয়া যায়? আবার একই জায়গায় থেকে বিরক্ত হচ্ছি, ক্রোধ উৎপন্ন হচ্ছে মনের ভেতর। নিজের জগৎটা যেনবা হারিয়ে ফেলেছি। প্রিয় বই, রং, ক্যানভাস, ব্রাশ— ও গুলোর সঙ্গে অন্তরঙ্গতা কমে এসেছে। ওদের ঘ্রাণ আর পাই না !

বিঠোভেন অন্ধ এবং কালা ছিলেন, বিচ্ছিন্নও ছিলেন, কিন্তু তাঁর সৃষ্টিকাজগুলো সুগন্ধের মতো মর্মস্পর্শী, কেননা তিনি নিজের জগতে বাস করতেন। মনে পড়লো পিসারোর কথা, পয়েন্টালিজমের পিসারো তাঁর ইচ্ছা ছিলো এমন একটা সৃষ্টিশীল দল তৈরি করা, যারা নিজের ধারায় কাজ করবে। কিন্তু সে নিজেই হারিয়ে ফেললো তাঁর শিল্প-চিন্তা। চিরকাল অনুসরণ করে গেলো কুর্বে আর স্যুরকে। বহু টাকা উপার্জন করলো বিন্দু বিন্দু রং বিশ্লেষণ চিন্তা দিয়ে! আমি এখন আর কাউকে অনুসরণ করতে চাই না। নিজেকেই অনুসরণ করতে চাই। শিল্প বিষয়কেন্দ্রিক চিন্তা, যার মধ্যে আমি বাস করে যাচ্ছি বহুকাল ধরে। নিশ্চয়ই কোনো উজ্জ্বল উপায় খুঁজে পাবো। আমি জানি আমি একজন শিল্পী, কেননা আমি অজস্র যন্ত্রণায় বিদ্ধ হয়েছি। আমি শেষ পযন্ত লড়াই করে যেতে চাই। Rafi Haque-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়