শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১১:২৩ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে সরকারি কর্মকর্তা পরিচয়ে ভুয়া নিয়োগপত্র, ৪ প্রতারক গ্রেপ্তার

ইমদাদুল হক: [২] সাভারের সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়া পরিচয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎতের অভিযোগে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছেঠ র‌্যাব-৪ । এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দলিলের স্ট্যাম্প পেপার, পাসপোর্ট ও অনেকের জীবন বৃত্তান্তসহ নানা কাগজপত্র জব্দ করা হয়।

[৩] আজ মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন র‌্যাব-৪ এর অপস অফিসার এ-এসপি মাজাহারুল ইসলাম। এরআগে সকালে সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটিদল সাভারে রাজফুলবাড়িয়ায় থেকে ৪ প্রতারকে গ্রেফতার করে।

[৪] আসামীরা হলেন- টাঙ্গাইল জেলার মো. শরীফ (৩৯), মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. আজমত খান (৪২) ও ফরিদপুর জেলার মো.ওবায়দুর রহমান (৩৫)।

[৫] এএসপি মাজাহারুল ইসলাম জানান, চক্রটি বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে চাকুরী প্রত্যাশীদের আস্থা অর্জন করতো। তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। চাকুরীর ভূয়া নিয়োগপত্র ও জাল স্ট্যাম্প তৈরী করে লোকজনের কাছ থেকে বিপুল পরিমানের টাকা আত্মসাৎ করে আসছিলো। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী তাপস কুমার বর্মন নামে একজন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

[৬] র‌্যাব জানায়, উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিনব কায়দায় নিরীহ ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকুরী দেবার প্রলোভন দেখিয়ে চাকুরি প্রত্যাশী গরিব, অসহায়, নিম্ম মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশেপাশে অভিনব কায়দায় গরীব ও অসহায় মানুষকে চাকুরী প্রলোভন দিয়ে প্রতারণা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়