শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটকয়েনের রেকর্ড মূল্যবৃদ্ধি ৬৮ হাজার ডলার, কর বসাতে চাচ্ছে রাশিয়া

রাশিদ রিয়াজ : ফের বিটকয়েনের রেকর্ড মূল্য ছাড়িয়ে গেল। অক্টোবরের শেষ সপ্তাহে বিট কয়েনের দাম পৌঁছেছিল ৬৭ হাজার ৭০০ ডলারে। বাজারে নতুন ক্রিপ্টোকারেন্সি শিবা ইনু আসার পর দাম কিছুটা কমতির দিকে ছিল বিটকয়েনের। তবে দ্রুতই বিটকয়েন বাজার মূল্য ফিরে পেতে শুরু করে। ইথেরিয়ামের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৭ ডলারে। বিশ্লেষকরা বলছেন, সামনের সপ্তাহগুলোতেও বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে। আরটি/ইজভেস্তিয়া

এদিকে রুশ উন্নয়ন ও অর্থমন্ত্রী বলছেন ক্রিপ্টোকারেন্সি যেহেতু বৈধভাবে বাণিজ্য করছে তাহলে এর ওপর করারোপ করা উচিত। এজন্যে একটি বিশেষ প্রকল্প হাতে নিতে যাচ্ছে রুশ সরকার। আলোচনা চলছে বাণিজ্য নেতাদের সঙ্গেও। রাশিয়ার ডিজিটাল মুদ্রা উন্নয়ন বিভাগের ডেপুটি পরিচালক আলেক্সি মিনায়েভ বলেছেন সরকার ও ক্রিপ্টোকারেন্সির মালিকপক্ষ উভয়েই ডিজিটাল মুদ্রার লেনদেনে লাভবান হচ্ছেন। যারা বিটকয়েনে ব্যবসা করছেন তারাও বৈধ আয়ের সুযোগ পাচ্ছেন। বড় বড় ব্যবসাগুলো বিটকয়েনে আগ্রহী হয়ে উঠছে। তাই ক্রিপ্টোকারেন্সির ওপর করারোপ করলে সরকারও লাভবান হয়ে উঠতে পারে। ব্লকচেইন লাইফ ২০২১ ফোরামের সাইড লাইনে তিনি সাংবাদিকদের কাছে এধরনের মন্তব্য করেন। রাশিয়ার জালানি মন্ত্রণালয় ক্রিপ্টোকারেন্সির ওপর কর বসানোর পক্ষপাতি।

বিটকয়েনের বর্তমান বাজারমূল্য ১.১ ট্রিলিয়ন ডলারেরও বেশি। ৫ বছর পূর্বেও এক বিটকয়েনের দাম ছিল মাত্র ৭০০ মার্কিন ডলার। কিন্তু মুদ্রাস্ফীতির ভয়ে বিনিয়োগকারীরা এখন বিটকয়েন কিনতে শুরু করেন। এটিকে অনেকেই স্বর্ণের বিকল্প ভাবছেন। তাছাড়া তরুণ বিনিয়োগকারীদের মধ্যে বিটকয়েন এখন স্বর্ণের চেয়ে বেশি জনপ্রিয়। গত জানুয়ারিতে মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান বিটকয়েনের এই দাম বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। ব্যাংকটির হিসাবে বিটকয়েনের দাম ১ লাখ ৪৬ হাজার ডলারে পৌঁছাবে। যদিও বিটকয়েন নিয়ে উদ্বেগও রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে। ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর স্যার জন কানলিফ বলেন, কঠিনভাবে এই মুদ্রা নিয়ন্ত্রণ করতে না পারলে তা বড় ধরণের অর্থনৈতিক সংকট সৃষ্টি করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়