লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, সরকারগুলো নিজেদের নাগরিকদের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে সুরক্ষায় জনস্বাস্থ্যমূলক বিভিন্ন পদক্ষেপ নিলেও, কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হচ্ছে অনেক দেশ। ইউএন নিউজ
[৩]হু এর ২০২১ সালের স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক সমীক্ষায় ৯৫টি দেশের তথ্য তুলে এনে বলা হয়ে এদের মধ্যে মাত্র এক চর্তুথাংশ শুধুমাত্র জাতীয় স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনজনিত পরিকল্পনা এবং কৌশল গ্রহণ করেছে।
[৪] এছাড়া অন্যান্য প্রধান বাধা হিসেবে রয়েছে কোভিড মহামারী এবং অপর্যাপ্ত মানবসম্পদ। গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশের সময় হু এর পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য বিষয়ক নির্বাহী ডাক্তার মারিয়া নেইরা বলেন, ‘এই সমীক্ষা দেখিয়েছে জলবায়ু পরিবর্তন জনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় দেশগুলো কতটা অপ্রস্তুত এবং অ-সহায়ক। আমরা এই সম্মেলনে বিশ্বনেতাদের মানবস্বাস্থ্যের জন্য সবচেয়ে বৃহত্তর হুমকি থেকে জনগণের সুরক্ষার সেরাটা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।