শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা চালিয়ে গাড়ী ভাংচুর, আহত ৩

রাসেল হোসেন, ধামরাই প্রতিনিধি: [২] ধামরাইয়ে বাইশাকান্দা ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বি.এম মাসুদ রানা জানান, খাগাইল এলাকায় প্রচারণার কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে ১৫/২০ টি মোটরসাইকেল অামার গাড়ীর গতিরোধ করে সামনে বেরিকেড দেয়। পরে নৌকার প্রার্থী মিজান লাঠি হাতে আমার গাড়ীতে আঘাত করে পিছনের গ্লাস ভেঙ্গে ফেলে। কিছু বুঝে উঠার আগেই আমার গাড়ীর দু’পাশের জানালার গ্লাস ভেঙ্গে গাড়ীর চালকের উপর হামলা চালায়। আমি দৌঁড়িয়ে চিৎকার দিলে এলাকার লোকজন চলে আসে এবং আমি হামলার হাত থেকে রক্ষা পাই।

[৩] তিনি আরো বলেন, আমি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছি। দুই বছর যে উন্নয়ন আমি করেছি তাতে আমার বিজয় নিশ্চিত। এজন্য পরাজয়ের ভয়ে আমার প্রতিপক্ষ তথা নৌকার প্রার্থী পরিকল্পিতভাবে আমার উপরে হামলা চালায়। আমি নির্বাচন কমিশনের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে এই হামলার বিচার চাই।

[৪] তবে হামলার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান মিজান হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

[৫] এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন, আমি হামলার বিষয়টি শুনেছি শুনার সঙ্গে সঙ্গে ঘটনার সত্যতা নিশ্চিতে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করছে। সত্যতা ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়