শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৩৯১ পিস চোরাই মোবাইলসহ আটক ৬

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২] চট্টগ্রামের ফ্রিপোর্ট এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাইকৃত মোবাইলসহ সঙ্ঘবদ্ধ চক্রের ৬ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

[৩] সোমবার (৮ নভেম্বর) র‌্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় ভ্রাম্যমাণ দোকান বসিয়ে কয়েকজন ব্যক্তি চোরাই ও ছিনতাই করা মোবাইল, মোবাইলের ব্যাটারিসহ অন্যান্য চোরাই সামগ্রী বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালায় র‌্যাব-৭, চট্টগ্রাম। এসময় ৬ জনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ৩৯১ পিস চোরাই ও ছিনতাই করা মোবাইল জব্দ করা হয়।

[৪] আটককৃতরা হলেন- মোঃ গাউস মিয়া (৩২) পিতা- মোঃ শাহ জাহান মিয়া, মোঃ সোহেল (৩৬) পিতা- রহমত আলী, মোঃ তানভির (২৩), পিতা-মোঃ নোয়াব আলী, মোঃ সাইফুল মিয়া (২৫), পিতা- মোঃ মুছন মিয়া এদের সবাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাছিরনগর থানার ফান্দাউক এলাকার। মোঃ সুমন শাহ (২৪), পিতা- মোঃ রইছ শাহ, ব্রাহ্মণবাড়ীয়া নাছিরনগর থানার বুড়িশ্বরা এলাকার এবং মোঃ ইমন (২০), পিতা নাছির উদ্দিন, তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর মহম্মদপুর এলাকার। তবে বর্তমানে সবাই ইপিজেড থানার- ব্যারিস্টার কলেজ রোড, মারোয়া ম্যানশন এর বাসিন্দা।

[৫] জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার ইপিজেডসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি করা মোবাইল কম মূল্যে বিভিন্ন গলির ভিতরে ভাসমান দোকানে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়