শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত, চালকসহ আটক ২

বশির উদ্দিন, ডেমরা প্রতিনিধি: [২] রাজধানীর ডেমরায় বাস চাপায় মো. আব্দুল মালেক (৬০) নামে এক উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষক নিহত হয়েন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

[৩] মো. আব্দুল মালেক ডেমরার ধিৎপুর লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক। তিনি জামালপুরের মেলানদহ থানার দুরমুট গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকেন।

[৪] সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাস্তা পারাপারের সময় ডেমরার ষ্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ডে অছিম পরিবহন নামে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় তার মুখ দিয়ে অল্প রক্ত বের হয়। পাশাপাশি কোমর ও পেটে মারাত্মক চাপ খেয়ে তার নিচের দিক অবশ হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রামপুরা-বনশ্রী ফরাজি হাসপাতালে নিয়ে যায়। পরে ওখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৫] এদিকে এ ঘটনায় ডেমরা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটিসহ চালক ও হেলপারকে আটক থানায় নিয়ে যায়।

[৬] আটককৃত চালক মীরপুরের দারুসসালাম থানার চৌতাল সড়ক ৪১/এ/বি দ্বিতীয় কলোনীর মৃত মোস্তফা মোল্লার ছেলে মো. ফেরদৌস (২৬) ও হেলপার একই এলাকায় বসবাসরত গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার আড়পাড়া গ্রামের সেলিম সরদারের ছেলে মো. সজীব (১৭)।

[৭] ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, শিক্ষক আব্দুল মালেকের মৃত্যু খুবই মর্মান্তিক। এ ঘটনায় ওই বাস, চালক ও হেলপার থানায় আটক রয়েছে। এ বিষয়ে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

[৮] সুরতহাল শেষে লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়