শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে বৃদ্ধাকে গলায় তার পেঁচিয়ে হত্যা: ঘরের তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার

ইফতেখার আলম: [২] রাজশাহী মহানগরীতে ঘরের তালা ভেঙ্গে সাজেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে নগরীর মতিহার থানাধিন বাজে কাজলা বৌ-বাজার এলাকায় নিজ বসত ঘরের খাটের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

[৩] বৃদ্ধা সাজেদা বেগম ওই এলাকার মৃত মাসেমের স্ত্রী। এ ঘটনা স্থানীয়রা জানতে পেরে ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে সাজেদা বেগমের মরদেহ উদ্ধার করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলী তুহিন ও সঙ্গীয় ফোর্স।

[৪] স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে গত ২দিন আগে বৃদ্ধাকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার পর বসত ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে রেখেছিলো তার পরিবারের লোকজন।

[৫] তারা আরও বলেন, বৃদ্ধার বড় ছেলে উজির, তার ছোট ছেলে আজাদ ও তার স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে বলেও সন্দেহ্ করেন স্থানীয়রা।

[৬] জানতে চাইলে মতিহার জোনের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (ওসি) মো. হাবিবুর রহমান জানান, তালাবন্ধ ঘরে থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ঘরে থাকা পেশারকুকারের বৈদ্যুতিক তার দ্বারা গলায় পেঁচিয়ে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার তিন মেয়ে ও দুই ছেলেকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[৭] মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলী তুহিন জানান, বৃদ্ধাকে হত্যাকান্ডের ঘটনায় তার মেয়ে রিনা বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়াও বৃদ্ধার তিন মেয়ে ও দুই ছেলে উজির, আজাদ ও তার স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[৮] তিনি আরও বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়