শিরোনাম
◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছোট ফেনী নদী থেকে বাঁধ অপসারণ

আল মামুন: [২] ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে দেওয়া চারটি বাঁধ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। দাগনভূঞা উপজেলার জায়লস্কর এলাকায় অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জায়লস্কর ইউনিয়নের নুরুল্ল্যাহপুর গ্রামের ছোট ফেনী নদীর স্বাভাবিক পানি প্রবাহ বিঘ্নিত করে বাঁধ দেওয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় জালের ঘেরাগুলো অপসারণ করা হয় এবং চারটি বাঁধ কেটে দিয়ে নদীর প্রবাহ স্বাভাবিক করা হয়।

[৪] এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জানান, উপজেলার জায়লস্কর ইউনিয়নের নুরুল্ল্যাহপুর এলাকার ছোট ফেনী নদীতে অবৈধভাবে চারটি বাঁধ তৈরি করেন এবং সোঁতি জালের ঘেরাগুলো অপসারণ করা হয়। এতে নদীর পানি ও মাছের প্রবাহ এবং প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। এ ছাড়া উজানে ফসলি জমি প্লাবিত হয়ে ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং জেলা প্রশাসকের নির্দেশে বাঁধগুলো অপসারণ করা হয়।

[৫] বাঁধগুলো অপসারণে ভূমি অফিসের সহকারীগণ ও দাগনভূঞা থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

[৬] এ সময় মৎস্যজীবী ও মৎস্যচাষিদের প্রাকৃতিক জলাধারে মৎস্য উৎপাদন ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন মেনে মৎস্য শিকার করার পরামর্শ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়