শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে মন্দিরে হামলা মামলার চার আসামির আবেদন উচ্চ আদালতে খারিজ

মাজহারুল ইসলাম: [২] কক্সবাজারের পেকুয়ায় দুর্গা মন্দিরে হামলার মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া চার আসামিকে আত্মসমর্পণ করতে হবে। আপিল বিভাগের চেম্বার কোর্টে দেয়া আত্মসমর্পণের আদেশ সংশোধন চেয়ে আসামিপক্ষে করা আবেদন রোববার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ। বাসস

[৩] আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

[৪] ১৩ অক্টোবর কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় পূজামন্ডপে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দুর্গা মন্দিরেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ অক্টোবর মামলা হয়।

[৫] ওই মামলায় পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, একই উপজেলার যুবদলের সভাপতি কামরান জাদীদ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ, বিএনপির সক্রিয় সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ আজাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৮ অক্টোবর তাদের ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

[৬] ৩১ অক্টোবর আপিল বিভাগের চেম্বার কোর্ট এক সপ্তাহের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এ আদেশ সংশোধন চেয়ে আবেদন করে আসামি পক্ষ। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আত্মসমর্পণের জন্য সময় চেয়েছিলাম। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়