হজরত: [২] উপজেলার দুল্লা ইউনয়িনের চানপুর গ্রামে মার্জিয়া সুলতানা তমা (২০) নামের এক গৃহ বধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] গতকাল শুক্রবার সন্ধ্যায় শশুরালয় থেকে শাশুরীর মোবাইল থেকে একই উপজেলার চারিপাড়া গ্রামের মার্জিয়ার বাবা বম্বলকে ফোনে জানায়, আপনিকি তমার আব্বা? আপনার মেয়ে তমা বিষ খেয়েছে, তাকে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৪] ওই সময় তমার বাবা ও পরিবারের লোকজন সাথে সাথে মুক্তাগাছা হাসপাতালে পৌঁছালে তার মেয়ে তমাকে মৃত দেখতে পেয়ে মুক্তাগাছা থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। পরবর্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
[৫] থানা পুলিশ জানায়, তমাকে হত্যার প্ররোচনা মামলায় স্বামী জহিরুলকে (২৫)গ্রেফতার করে আদালতে সুপর্দ করা হয়েছে। জহিরুল ইসলামের বিরোদ্ধে একাধিক ধর্ষণ মামলা রয়েছে।