শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়োগপ্রাপ্ত ৫৫০ জন অনার্স- মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবীতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

রিয়াজুর রহমান: [২] বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স - মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে শনিবার ( ৬ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৩] এতে লিখিত বক্তব্য পাঠ করেন- বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স - মাস্টার্স শিক্ষক ফেডারেশনেরর সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল।

[৪] তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত সারাদেশের ৫,৫০০ জন অনার্স - মাস্টার্স শিক্ষক দীর্ঘ ২৯ বছর থেকে সরকারি সুযোগ সুবিধার (এমপিও) বাইরে রয়েছে । একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে সদ্য জাতীয়করণকৃত কলেজের অনার্স - মাস্টার্স কোর্সের শিক্ষকগণ ক্যাডার / নন - ক্যাডারভুক্ত হয়েছেন , ডিগ্রি ৩য় শিক্ষকগণ জনবলে না থাকার পরেও এমপিওভুক্ত হয়েছেন ।

[৫] অন্যদিকে মাদ্রাসার কামিল (মাস্টার্স) শ্রেণির শিক্ষকগণও এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স - মাস্টার্স শিক্ষকগণ এনটিআরসিএ সনদধারী এবং সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালযের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হযেও জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছেন না, যা শিক্ষা সেক্টরে চরম বৈষম্য ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ।

[৬] মোস্তফা কামাল আরো বলেন- সারাদেশের অধিকাংশ কলেজে শিক্ষকগণ নামমাত্র বা বেতনহীন অবস্থায় মানবেতর জীবন - যাপন করছেন ।

[৭] সংবাদ সম্মেলনে আরো উপস্হিত ছিলেন- বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স - মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়