শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের নগরকান্দায় নৌকা প্রতীকে আগুন দিলো দুর্বৃত্তরা

সনতচক্রবর্ত্তী, বোয়ালমারী ফরিদপুর: [২] ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থোকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

[৩] শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্যম গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] কাইচাইল ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা খানের মেয়ে ফেরদৌসী আমাদের সময় ডটকমকে বলেন, একই এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক কবির হোসেন ঠান্ডু একটি জনসভা করে। আর সেই রাতেই এ ঘটনা ঘটে। তবে যারা নৌকা প্রতীকে আগুন দিয়েছে তদন্ত করে তাদের বিচার চাচ্ছি।

[৫] এ ব্যাপারে বক্তব্য জানতে কাইচাইল ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন ঠান্ডুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না ধরার কারনে বক্তব্য জানা যায়নি।

[৬] নগরকান্দার রিটার্নিং কর্মকর্তা তাপস শাঁখরিকে বলেন, দুর্বৃত্তের আগুন দেওয়ার ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা উত্তেজনা থামানোর চেষ্টা করছি।

[৭] পুলিশের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান কে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়