শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুল কাইয়ুম: চলিত ভাষায় ক্রিয়াপদের বিভিন্ন রূপের ভুল প্রয়োগ

আবুল কাইয়ুম
বলা যায়, ফেসবুকে এ ধরনের ভুল প্রয়োগ মহামারির আকার ধারণ করেছে। চলতি ভাষায় ক্রিয়াপদের বিভিন্ন রূপ সম্পর্কে না জানার কারণেই ভুল হয়ে থাকে। নি¤েœ এসব ভুলের কিছু উদাহরণ তুলে ধরা হলো (বন্ধনীতে শুদ্ধ রূপ) : [১] আপনার প্রশংসা আমাকে চলার পথে প্রেরণা দিবে। (‘দেবে’ হবে।) [২] আমার বন্ধুত্ব সচরাচর টিকে না। (‘টেকে’ হবে।) [৩] তোমাদের প্রতিটি নাচের মুদ্রায় আজ আমি টাকা উড়াবো। (‘ওড়াব’ হবে।) [৪] আমি রক্তাক্ত হই প্রতিটা সকাল ফুটার আগে। (‘ফোটার’ হবে।) [৫] কবিতাটি বাবাকে নিয়ে লিখা হলেও তাকে কোনোদিন শুনাতে পারবো না। (‘লেখা’ ও ‘শোনাতে’ হবে।) [৬] কার বাতি কখন নিভে, কবে আসবে হুঁশ? (‘নেভে’ হবে। ‘নিভে’ অসমাপিকা ক্রিয়াপদ, যা এখানে প্রযোজ্য নয়।) [৭] নেশার সাগরে ডুব দেই। (‘দিই’ হবে।) [৮] আস্থা ফেরানোর দায়িত্ব কেউ নিবে না। (‘নেবে’ হবে।) [৯] আমার কথা কেউ শুনে না। (‘শোনে না’ হবে।)

[১০] মানুষ জন্মগ্রহণ করার সময় কান্নার রোল তুলে। (‘তোলে’ হবে।) [১১] কিছু কিছু কষ্ট বেদনার নামান্তর মন পুড়ে না, কেবল পুড়ে অন্তর! (উভয় ক্ষেত্রেই ‘পোড়ে’ হবে।) [১২] কৃত্রিম ডানা বেঁধে / যায় না উড়া, / এক ঝাঁপেই যায় না / পৃথিবী ঘুরা! (‘ওড়া’ ও ‘ঘোরা’ হবে।) [১৩] তোমায় দিবো আগুনের লেলিহান তাপদাহ। (‘দেবো’ হবে।) [১৪] এবার গ্রামে যেয়ে মাছ ধরেছি। (‘গিয়ে’ হবে।) [১৫] তুমি তো পÐিত, কী আর শিখাবো তোমাকে। (‘শেখাব’ হবে।) [১৬] তুমি আসলে কবে। (‘এলে’ হবে।) [১৭] আজই আমি বাড়ি থেকে ফিরে আসলাম। (‘এলাম’ হবে।) [১৮] আবারও ছাত্রসমাজ জেগে উঠো। (‘ওঠো’ হবো।) [১৯] লোক লোকালয় থেকে শুনা যায় বয়স্ততার কোলাহল। (‘শোনা’ হবে।) [২০] যারা হয়তো খুব ভালো লিখে, কবিতা লিখে। (উভয় ক্ষেত্রে ‘লেখে’ হবে।)।

এখানে চলিত ভাষায় ক্রিয়াপদের ভুল প্রয়োগ ও বিহিত বানানের অল্প কয়েকটি উদাহরণ দেওয়া হলো। এ বিষয়ে আরও ধারণা লাভের জন্য ‘বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম’ পুস্তিকার পরিশিষ্ট পাঠ করা যেতে পারে। সেখানে ক্রিয়াপদসংশ্লিষ্ট সব ধাতুর রূপ নিয়ে উদাহরণ নেই সত্য, তবু যতোটুকু আছে তার অনুসরণে বাকি ক্রিয়াপদগুলোর রূপ সম্পর্কেও কিছুটা ধারণা লাভ করা যাবে। যেমন সেখানে ‘শিখ্ ধাতু’র রূপগুলোর বর্ণনা আছে, কিন্তু ‘লিখ্ ধাতু’র উল্লেখ নেই। আবার ‘দি ধাতু’ আছে, ‘নি ধাতু’ নেই। তবে বড় কথা হলো শুধু পাঠ করলেই হয় না, ক্রিয়ারূপগুলো মনে রাখতে হয় এবং চর্চা করতে হয়। অন্যথায়, সাহিত্যক বা ভালো লেখক হওয়া যায় না। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়