জুলফিকার আমীন: [২] মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারায় ঝুঁকিপূর্ণ তিন সেতু এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। সেতু পারাপারে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর যানবাহন চলাচল বন্ধ থাকায় জন দূর্ভোগ চরমে উঠেছে।
[৩] মঠবাড়িয়া পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড থেকে ডৌয়াতলা কুমিরমারা কার্পেটিং ওয়াপদা সড়কের সাথে সংযোগ এ তিনটি সেতুতে স্থানীয়রা কাঠের গুড়া ও কাঠ দিয়ে পারাপার হচ্ছেন। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
[৪] সরেজমিনে দেখা যায়, হলতা খালের ওপর নির্মিত নয়া হাট সূর্যমণি লোহার সেতুটি দিয়ে ১০ বছর আগেই দুই চাকাসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে পথচারীদের পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীদেরও। বাইশকুড়া বাজার সংলগ্ন সেতুটি ২০২০ সালে টেন্ডারকৃত নতুন ব্রীজের কাজ শুরু করলেও কাজের সমাপ্ত হয়নি। বিক্রি করা হয় পুরনো লোহার সেতুর মালামাল। বন্ধ হয়ে যায় খালের দুই পারের মানুষের যোগাযোগ। কুমিরমারা নতুন বাজার লাইনের পাড়ের অকেজো এ সেতু দিয়ে এযাবৎ শতাধিক নারী পুরুষ ও শিশু দুর্ঘটনার শিকার হয়েছে।
[৫] স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সাথে জানান, প্রতিদিনই দুইতিনটি দূর্ঘটনা ঘটছে। তারা প্রতি বছর শুনে আসছেন টেন্ডার হয়েছে এইতো কাজ শুরু হবে। তারা শুধু আশ্বাসই শুনেই আসছেন কিন্তু কাজ হতে দেখছেন না। তারা পাঁকা ও টেকসই ব্রিজ নির্মানের দাবী জানান।
[৬] এ ব্যাপরে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. কাজী জসিম জানান, সয়েল টেস্ট করা হয়েছে। এলজিইডির হেড কোয়ার্টার থেকে অনুমোদন পেলে টেন্ডার হবে। এছাড়া উপজেলা পরিষদের মিটিংয়েও ঝুঁকিপূর্ণ লোহার সেতুগুলোতে জনদূর্ভোগ কমাতে আলোচনা করা হয়েছে।