শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন কুবি শিক্ষার্থী

মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: [২] জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স প্লাসের (জিসিসিএ প্লাস) এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এ পুরস্কার জিতেছেন তিনি।

[৩] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টে কুবি প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে কর্মরত আছেন।

[৪] জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য বিশ্বের পাঁচটি অঞ্চলের পাঁচ তরুণ সাংবাদিককে এই পুরস্কার দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অধীনে জলবায়ু বিষয়ক সংস্থাটি।

[৫] চলতি বছরের ১০ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় "Dhaka landfills in disarray" শিরোনামে জাহিদুল ইসলামের করা একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটিই তাকে এনে দিয়েছে সম্মানজনক এ আন্তর্জাতিক স্বীকৃতি।

[৬] এই পুরস্কার প্রাপ্তিতে আনন্দের অনুভূতি ব্যক্ত করে জাহিদুল ইসলাম বলেন, কাজ মানুষকে অনেক দূর নিয়ে যায়। আমি আমার জায়গা থেকে ভালো কাজ করতে চেষ্টা করছি। আমার এই অর্জন আমাকে সামনে আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আমাকে এত দূর নিয়ে এসেছে বলে আমি বিশ্বাস করি। সবার কাছে আমার জন্য দোয়া চাই যেনো দেশের জন্য ভালো কিছু করতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়