শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার যথা সময়ে হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা

মিনহাজুল আবেদীন: [২] জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ট্রাকসহ পণ্যবাহী পরিবহনের মালিকরা। একইসঙ্গে বাস মালিকরাও ধর্মঘটে যাবেন বলে বৃহস্পতিবার সারাদিন গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত বাস ধর্মঘটের কোনো ঘোষণা আসেনি। তারপরও ধর্মঘট ইস্যুতে শুক্রবার অনুষ্ঠেয় সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডিবিসি টিভি

[৩] তবে কর্তৃপক্ষ বলছে, শুক্রবার যথা সময়ে অর্থাৎ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনটের ভর্তি পরীক্ষা হবে। পরের সপ্তাহে ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা পোস্ট

[৪] ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।

[৫] তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। যথারীতি আগামীকাল সাতটি কেন্দ্রে সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়ার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজকের পত্রিকা

[৬] সর্বশেষ রাত ১০টার দিকে ভর্তি পরীক্ষা চলমান রাখার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারও। তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। সকল প্রস্তুতি নেওয়া আছে। আমরা যথারীতি ঠিক সময়ে পরীক্ষা নিতে পারবো। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়