শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপে জয় নয়, দেড় লাখ ডলার নিয়ে শুক্রবার দেশে ফিরছে বাংলাদেশ দল

এল আর বাদল: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে পাঁচ ম্যাচের সবকটিতে হেরে বাংলাদেশ দল শুক্রবার বিকালে দেশে ফিরছে। সফরে একটি জয় না পেলেও সঙ্গে করে দেড় লাখ ডলার নিয়ে আসছে।

[৩] আইসিসি চলতি বিশ্বকাপে ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার আর রানার্সআপ দল পাবে ৮ লাখ। এর বাইরে প্রতিটি বিজয়ী দলের জন্যও থাকছে অর্থ বরাদ্দ।

[৪] কিন্তু এবারের আসর থেকে খুব বেশি টাকা নিয়ে ফিরতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের বাছাই ও মূলপর্বে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে টাইগাররা। এর মধ্যে সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচ হেরেছে। এর আগে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছেও হেরেছে বাংলাদেশ।

[৫] তবু দুইটি জয় এবং সুপার টুয়েলভে ওঠায় দেড় লাখ ডলার অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। প্রথম রাউন্ডের দুই জয়ের প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার পাবে টাইগররা। এছাড়া সুপার টুয়েলভে খেলার টিকিট পাওয়ায় আরও ৭০ হাজার ডলার দেয়া হবে বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়