শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নিয়ম অনুসারে বাড়ি নির্মাণ করতে হবে: কুমিল্লা জেলা প্রশাসক

রুবেল মজুমদার : [২] 'মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি' -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লায় তিনব্যাপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালিত হয়েছে।

[৩] দুর্ঘটনা-দূযোর্গে সবার আগে, সবার পাশে স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ১১ টায় নগরীর বাগিচাগাঁও ফায়ার সার্ভিস অফিসে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

[৪] এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী,কুমিল্লা আদালতের বিজ্ঞ পিপি অ্যাড.জহুরুল ইসলাম সেলিম,সাংবাদিক আবুল হাসানাত বাবুলসহ প্রমুখ।

[৫] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বৃহত্তর কুমিল্লার জেলার সহকারী মোঃ আক্তারুজ্জান পিএফম।

[৬] উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান বলেন ,অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবার আগে পাশে এসে দাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচায়। সবার উচিত সরকারি নিয়ম অনুসারে বাড়ি নির্মাণ করা। আমাদের মানবিক মূল্যবোধ শূন্য কোটায় চলে যাচ্ছে।

[৭] এর আগে সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন কামরুল হাসান তিনদিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোনেম বিল্লাহ।

[৮] পরে আগত অতিথিদের উপস্থিতে কুমিল্লায় কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্খিত দুর্যোগ কিভাবে মোকাবিলায় করা হয় তা প্রদর্শন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়