শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের টার্গেট করে প্রথমে অনুসরণ, পরে সুবিধামতো ডাকাতি : ডিবি

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, বুধবার রাজধানী, মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- তৈয়ব আলি, মো. মিলন সরদার, মোছা. রীমা আক্তার হ্যাপি, মো. মনির হোসেন ও বিপুল দেবনাথ। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি ওয়্যারলেস, ১টি হ্যান্ডক্যাফ, নগদ ২৩ হাজার টাকা ও লুণ্ঠিত ১ কেজি ৩৬৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

[৩] তিনি আরও বলেন, প্রবাসীদের টার্গেট করে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতো চক্রটি । এই দলের সদস্যরা কখনো চালক সেজে প্রবাসীদের নিজেদের গাড়িতে তুলতেন, আবার কখনো প্রবাসীদের ভাড়া করা গাড়ি ফলো করে এগোতেন।

[৪] ডিবি প্রধান বলেন, সুবিধামতো জায়গা পেলেই চক্রটি অন্যান্য সদস্যরা প্রবাসীর গাড়ি এসে ঘিরে ধরতেন। পরে হাত-পা বেঁধে লুট করে নিতেন টাকা ও স্বর্ণালঙ্কার। প্রবাসী রাসেল ও সাইফুল কাওলা বাসস্ট্যান্ড থেকে সিএনজিযোগে গাবতলী যাচ্ছিলেন। আব্দুল্লাহপুর থানার বেড়িবাঁধ রোডে সিলভার রঙের একটি গাড়ি তাদের সিএনজির গতিরোধ করে। পরে মৃত্যুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে সবকিছু নিয়ে যায়।

[৫] তিনি বলেন, এ ডাকাত দলের সদস্যদের টার্গেটই থাকতো ভোরে যারা এয়ারপোর্ট থেকে বিভিন্ন এলাকায় যায় তাদের। চক্রটি নাকি প্রবাসীদের চলাফেরা বা আকার-ইঙ্গিতে বুঝতে পারেন কাদের কাছে মূল্যবান জিনিস রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়