শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসান দিয়েই বিক্রি হয়ে গেল হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালনের ক্যালিফোর্নিয়ার বাড়ি

ইমরুল শাহেদ: ভিয়েতনাম যুদ্ধ নিয়ে নির্মিত ‘ফার্স্ট ব্লাড’ ও ‘রকি’ ছবি খ্যাত এই অভিনেতা বাড়িটি বিক্রি করছেন ৩.৩৫ মিলিয়ন ডলারে। এক দশক আগে এই বাড়িটি তিনি ক্রয় করেছিলেন ৪.৫০ মিলিয়ন ডলারে। অর্থাৎ তার লোকসান হয়েছে ১.১৫ মিলিয়ন ডলার। ভূমধ্যসাগরীয়- এবং টাস্কান- শৈলীর বাড়িটির ভেতরের আয়তন হলো ৪,৮৮৯ বর্গফুট। এতে আছে চারটি শয়নকক্ষ ও পাঁচটি বাথরুম।

দ্বিতল এই বাড়িটি নির্মিত হয়েছে ২০০৮ সালে। বাড়ির অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই। ২০২৪ সালেও তিনি বাড়িটি বিক্রয় করার উদ্যোগ নিয়েছিলেন। তখন বাড়িটির দাম প্রস্তাব করা হয়েছিল ৪.২ মিলিয়ন ডলার। এর পর থেকে বাড়ি বেচাকেনায় নিয়োজিত মধ্যস্থতাকারীদের তালিকায় দাম বাড়তে কমতে শুরু করে। লিস্টিং রেকর্ডে দেখা যায় ২০১৬ সালে বাড়িটির দাম প্রস্তাব করা হয় ৩.৬২৫ মিলিয়ন ডলার।

লিস্টিং এজেন্ট ম. রিফ ম্যানসন গ্লোবাল বার্তা সংস্থাকে বলেছেন, ‘স্ট্যালন ও তার পরিবার বাড়িটি ব্যবহার করেন নিরিবিলি অবকাশ যাপনের জন্য এবং বাড়িটির রক্ষণাবেক্ষণেও কোনো ঘাটতি নেই।’ রকি ছবির একজন বাণিজ্যিক প্রতিনিধি বলেছেন, তিনি বাড়িটির বিক্রেতা। এর চাইতে বেশি আর কিছু বলতে চাননি তিনি। স্ট্যালনের এই বাড়িটি ০.৪৫ একর জমির উপর নির্মিত। আরো কিছু বৈশিষ্ট্যে মণ্ডিত এই বাড়িটি সৌন্দর্যের সমাহারে আদৃত। সূত্র: ম্যানসন গ্লোবাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়