শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৩:০৪ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বিশ্বকাপে বাছাই পর্ব এড়াতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হারতে শুধু বিদায় নয়, নিরবে নিরবে আরও একটি ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশকে বাছাই খেলতে হবে। কেউ এটাকে বাছাই বলছেন, আবার কেউ বলছেন প্রথম রাউন্ড। যেটাই বলা হোক না কেন, প্রথম পর্বের দেয়াল পার হতে হবে। ইত্তেফাক

এবার যেমন বিশ্বকাপের সেরা আট দেশের গ্রুপ অর্থাৎ চূড়ান্ত পর্বে উঠতে স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে হয়েছে। সেখানে কোয়ালিফাই করে এখন মূল পর্বে খেলছে। ঠিক তেমনি আগামী বিশ্বকাপেও একই ফরমেশনে বাংলাদেশকে লড়াই করে আসতে হবে। যদি বাংলাদেশ র‌্যাংকিংয়ে সেরা আটে না থাকতে পারে, তাহলে বাছাই খেলে আসতে হবে।

আগামী ১৫ নভেম্বর টি-টোয়েন্টি র‌্যাংকিং ঘোষনা করবে আইসিসি। সেখানে শীর্ষ আট দেশ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ-অষ্ট্রেলিয়া ম্যাচের আগ পর্যন্ত সমীকরণটা এমনই।

বাংলাদেশ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে উঠার সঙ্গে সঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হয়ে গেছে। এখন যে ১২টা দল মূল পর্বে খেলছে তারাই আগামী বিশ্বকাপে খেলবে। তবে এর মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষ আট দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকিদের প্রথম রাউন্ড বা বাছাই পর্ব খেলতে হবে।

এখন কোন ৮ দল বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলবে আর কোন ৪টা বল বাছাই খেলে আসবে, সেটি জানা যাবে ১৪ নভেম্বর ফাইনালের পর। যদি বাংলাদেশ ৬ নম্বরে থাকতো তাহলে আর চিন্তা হতো না। কিন্তু হারতে হারতে বাংলাদেশ এখন ৯ নম্বরে চলে এসেছে।

প্রশ্ন উঠছে বাংলাদেশ কি ৯ নম্বর হতে ৮ নম্বরে উঠতে পারবে? অবশ্য সামান্য সম্ভাবনা আছে। বাংলাদেশের রেটিং এখন ২৩৩। ২৩৪ রেটিং নিয়ে ওয়েষ্ট ইন্ডিজ আছে বাংলাদেশের উপরে। আর বুধবার (৩ নভেম্বর) ভারত-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত ২৩৫ রেটিং আফগানিস্তানের। আফগানিস্তান এবং ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের লড়াই। র‌্যাংকিংয়ে শীর্ষ আটে উঠতে হলে আফগানিস্তান এবং ওয়েষ্ট ইন্ডিজকে পেছনে ফেলতে হবে। অন্তত একটা দলকে পেছনে ফেলতে পারলে ৮ নম্বরে যাওয়ার সুযোগ আসতে পারে, যদি সমীকরণটা মিলে যায়। আফগানিস্তান এবং ওয়েষ্ট ইন্ডিজের ম্যাচ এখনো রয়ে গেছে। আর বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।

শীর্ষ ৮- এ উঠতে হলে বাংলাদেশকে অবশ্যই অজিদের হারাতে হবে। শুধু যে জিতলেই হয়ে যাবে তা না। সেই সঙ্গে আফগানিস্তান এবং ওয়েষ্ট ইন্ডিজ যেন পয়েন্ট হারায়, সেটাও প্রার্থনা করতে হবে। বৃহস্পতিবার ওয়েষ্ট ইন্ডিজের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। আফগানিস্তানের ম্যাচ বাকি আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই সমীকরণ যদি মিলে যায় তাহলেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা সম্ভব।

প্রশ্ন উঠছে ঘরের মাঠে মিরপুরে নিজেদের মনের মতো করে উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। পর পর দুই সিরিজ জিতে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে গিয়েছিল। সেই জয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেটের কতোটা লাভ হয়েছিল? এবারের আসরে রুগ্ন চিত্রটাই ফুটে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়