শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ইউনিয়নে চেয়ারম্যান পদে বাবা-ছেলের মনোনয়ন দাখিল

নিউজ ডেস্ক: তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এই দিন আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে বাবা ও ছেলে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মো. রশিদুল ইসলাম ও তার ছেলে স্বতন্ত্র হিসেবে মো. রাফসান জানি আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুলের কাছে মনোনয়ন জমা দেন। আরটিভি

রশিদুল ইসলাম রাধানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। রাফসান জানি একজন সাধারণ ব্যবসায়ী বলে জানা গেছে।

এদিকে বাবা ছেলে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ায় রাধানগড় ইউনিয়নবাসীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ধারণা করছেন মনোনয়ন বাতিলের আশঙ্কায় বাবা ছেলে মনোনয়ন জমা দেন।

বাবা রশিদুল ইসলাম বলেন যথাসময়ে আমার ছেলে মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। এ নিয়ে পরিবারের মাঝে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।

এদিকে রাধানগড় ইউনিয়নে আরও দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু জাহেদ এবং জাকের পার্টি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ থাকলেও তৃতীয় ধাপে পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। ভোটার তালিকা পুনর্বিন্যাস ও সীমানা জটিলতার কারণে উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়