শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলাতঙ্কে আক্রান্ত শেয়াল আতঙ্কে কাপাসিয়ার ৩ গ্রামের বাসিন্দা

এ এইচ সবুজ: [২] জলাতঙ্ক রোগে আক্রান্ত একাধিক শেয়ালের আক্রমণে আতঙ্কে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৩ গ্রামের বাসিন্দা। এরইমধ্যে আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে মহিলাসহ অন্তত ১০ জন গ্রামবাসি। এছাড়াও বেশকিছু গবাদী পশু আক্রমণের শিকার হয়েছে। একটি শেয়ালকে পিটিয়ে হত্যার কথা জানিয়েছে গ্রামবাসি।

[৩] জানা গেছে, চরদুর্লভখাঁ গ্রামের ঢাকবাড়ি এলাকার নাসরিন সুলতানা একটি শেয়ালকে তাদের গোয়াল ঘরে একটি গরুকে কামড়াতে দেখেন। এ সময় তিনি লাঠি হাতে তাঁড়াতে গেলে শেয়ালটি তাকে আক্রমণ করে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে শেয়ালটি পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত নাসরিন সুলতানাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।

[৪] আহত নাসরিন সুলতানার দেবর মো. শাওন জানান, মহাখালীর সংক্রামক ব্যাধী হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। শেয়াল তার মুখের একপাশ থেকে মাংস কামড়ে ছিড়ে নিয়ে গেছে। তাছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়েছে।

[৫] শেয়ালের কামড়ে একই গ্রামের রশিদ মিয়া (৫০) গুরুতর আহত হয়ে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তার প্রতিবেশি মোফাজ্জল হোসেন।

[৬] ইউনিয়নের কুশদী গ্রামের মো. সজিব মিয়া জানান, পার্শ্ববর্তী বর্জাপুর গ্রামে তার ভগ্নীপতির বাড়ি। সেখানে জলাতঙ্ক রোগে আক্রান্ত শেয়ালের আক্রমণে ইমান, সুমন, রিপন ও আসমা নামের কয়েকজন গ্রামবাসি আহত হয়েছেন। এসময় একই গ্রামে কয়েকটি গবাদী পশুকে কামড়িয়েছে শেয়ালটি।

[৭] স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় গ্রামবাসির উপর আক্রমণ করতে আসলে লাঠিসোটা নিয়ে পাহারারত গ্রামবাসি শেয়ালকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু বুধবার বিকেলেও চরদুর্লভখাঁর চর এলাকায় শেয়ালের আক্রমণের খবর পাওয়া গেছে। এসময় শেয়াল কয়েকটি ছাগলকে কামড়ালে এরমধ্যে একটি ছাগল মারা যায়।

[৮] এ বিষয়ে বারিষাব ইউনিয়নের চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু জানান, ইউনিয়নের বর্জাপুর, চরদুর্লভখাঁ, কুশদীসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দা ও গবাদী পশু জলাতঙ্ক রোগে আক্রান্ত শেয়ালের হামলার শিকার হয়েছে। হামলার শিকার গুরুতর আহত কয়েকজন গ্রামবাসিকে ঢাকা ও গাজীপুরের কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

[৯] তিনি বলেন, শেয়ালের আক্রমণ থেকে বাঁচতে লাঠি হাতে দলবদ্ধ ভাবে চলার পরামর্শ দিয়েছি এবং শেয়ালটাকে কোথাও দেখা গেলে তাৎক্ষনিক মেরে ফেলার নির্দেশ দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়