শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

স্বপন দেব : [২] রাজনগরে সড়ক দুর্ঘটনায় তিন্নি আক্তার নামে প্রথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার রাতে শিশুটির লাশ দাফন করা হয়েছে।

[৩] জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের মালিক মিয়ার মেয়ে পৈতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী তিন্নি আক্তার তার পিতা-মাতার সঙ্গে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সিএনজি গাড়িতে আসছিল।

[৪] মৌলভীবাজারের চাঁদনীঘাটের পাশে ইসলামপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগে এতে মোটরসাইকেল চালক এবং সিএনজিতে থাকা মালিক মিয়া, তার ৪র্থ শ্রেনীতে পড়ুয়া মেয়ে মিলি আক্তার মুন্নি ও ২য় শ্রেনীতে পড়ুয়া তিন্নি আক্তার ও তাদের মা আহত হন। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] পরে তিন্নি আক্তারের অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসউতে চারদিন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

[৬] পৈতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী তিন্নি আক্তার মৌলভীবাজারের ইসলামপুরে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের চাপা ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজের আইসিউতে ছিল। পরে আজ বুধবার সকালে মারা যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়