শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা না নিয়ে টাকায় সনদ, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের

শিমুল মাহমুদ: [২] টিকা না নিয়েও টিকার সার্টিফিকেট পাওয়ার তথ্য-প্রমাণসহ বাংলা ট্রিবিউন-এ প্রকাশিত প্রতিবেদন ইতোমধ্যে নজরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর

[৩] বুধবার (০৩ নভেম্বর) সন্ধায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বিষয়টি খুবেই অনাকাক্সিক্ষত এবং গুরুতর অপরাধমূলক কাজ। স্বাস্থ্য অধিদপ্তর এ ঘটনা সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করছে। খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে।

[৪] প্রতিবেদনে টিকা দেওয়ার কেন্দ্র হিসেবে ঢাকার মিরপুরের ডেন্টাল মেডিক্যাল কলেজ হাসপাতাল দেখানো হয়েছে। কিউআর কোড স্ক্যান করে দেখা যায়, সুরক্ষা ওয়েবসাইটে এটি ভ্যালিড (আসল) সার্টিফিকেট। অনলাইনে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে যাচাই করেও সনদটির বৈধতা পাওয়া যায়।

[৫] হাসপাতাল পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. বোরহান উদ্দিন হাওলাদার বলেন, টিকা কার্ড তার কেন্দ্র থেকে ইস্যু করা হয়েছে, এমন ঘটনা তার ‘নলেজে’ নেই।

[৬] অনুসন্ধানে জানা গেছে, চক্রটি শুধু ভ্যাকসিন সার্টিফিকেট নয়, টাকার বিনিময়ে ভ্যাকসিন দেয়ার তারিখও বদলে দিতে পারে। সশরীরে কারো সঙ্গে দেখা করে না তারা। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও তারা আদৌ কোনো পদে আছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

[৭] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সিস্টেমস ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লাহ জানিয়েছেন, ‘সুরক্ষা’ তৈরি ও কারিগরি রক্ষণাবেক্ষণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মাধ্যমে হচ্ছে। তবে টিকা দেওয়া ও সার্টিফিকেট সংক্রান্ত তথ্যের ইনপুটসহ যাবতীয় কাজ অধিদপ্তরের লোকজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়