শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুলের সামরিক হাসপাতালে হামলার দায়িত্ব স্বীকার করল আইএস জঙ্গি গোষ্ঠী

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে মঙ্গলবার যে সন্ত্রাসী হামলা হয়েছে তার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী আইএস জঙ্গি গোষ্ঠী দায়েশ। অন্তত দুই দফা বোমা বিস্ফোরণ এবং তারপর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। আইএস জঙ্গিরা এক বিবৃতিতে বলেছে, তাদের পাঁচ সদস্য সমন্বিতভাবে ধারাবাহিক ভাবে এ হামলা চালিয়েছে।

[৩] বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে গুলি চালানোর আগে এসব জঙ্গি কোমরে বাঁধা বোমার সাহায্যে বিস্ফোরণ ঘটায়। তারপর তারা হাসপাতালে লোকজনের ওপর গুলি চালায়। এই হামলার ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভয়াবহ দুটি বিস্ফোরণের পর সন্ত্রাসীরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে লোকজন হত্যা করে। এ সময় সামরিক হাসপাতালে ব্যাপক গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেয়।

[৪] এ ঘটনার পর তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আইএস সন্ত্রাসীরা হাসপাতালে বেসামরিক লোকজন, ডাক্তার এবং রোগীদের লক্ষ্য করে গুলি চালায় তবে তালিবান ১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৫] তালিবানের তরফে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে ১৯টি মৃতদেহ এবং ৫০ জন আহত ব্যক্তিকে কাবুল হাসপাতালে পাঠানো হয়েছে।

[৬] গত ১৫ আগস্ট ক্ষমতায় আসার পর তালিবান সরকার আফগানিস্তানে শান্তি স্থাপনের চেষ্টা করলেও মসজিদ ও হাসপাতালগুলোর মত স্থানগুলোতে আইএস জঙ্গিদের হামলার ঘটনা বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়