শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে টানা জালে আটকা পড়েছে সাড়ে ২৫মণ লাল কোরাল

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের সেন্টমার্টিনে স্থানীয় এক জেলের টানা জালে সাড়ে ২৫মণ লাল কোরাল মাছ আটকা পড়েছে। বুধবার বিকেলে ডেইল পাড়া সৈকত উপকূলে টানা জাল তুলার সময় স্থানীয়রা দেখতে ভিড় জমায়।

[৩] ট্রলার মালিক রশিদ আহমেদ মাঝি বলেন, ১৬জন মাঝিমাল্লা নিয়ে নৌকাটি মাছ শিকারে যায়। টানা জাল ফেলার এক ঘণ্টা পর তুলে দেখি, এক ঝাঁক লাল কোরাল মাছ। মাছগুলোর ওজন সাড়ে ২৫ মণ হতে পারে। সেখানে ২০৩টি মাছ রয়েছে। মাছগুলো ছয় লাখ টাকায় বিক্রি করে মুফিজ আলম নামে এক ব্যবসায়ীর কাছে।

[৪] মৎস্য ব্যবসায়ী মুফিজ আলম বলেন, স্থানীয় এক টানা জালে ধরা পড়া ২০৩টি কোরাল মাছ ছয় লাখ টাকায় ক্রয় করেছি। মাছগুলো ড্রামভর্তি করে শহরে বিক্রির উদ্দেশ্য পাঠিয়েছি।

[৫] এ ব্যাপারে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সেন্ট মার্টিনে এক জেলের টানা জালে ২০৩টি লাল কোরাল আটকা পড়ার খবর শুনেছি। সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী। বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি। মাছটি সাধারণত ১ থেকে ৯ কেজি পর্যন্ত ওজন হতে পারে। মাছটির বৈজ্ঞানিক নাম Lates calcarifer।

[৬] এই মাছ ​উষ্ণমণ্ডলীয় অঞ্চল, বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। তা ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এদের দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়