শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্নার-স্মিথরা ফেরায় বাংলাদেশের স্পিন নিয়ে নির্ভার অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] সর্বশেষ বাংলাদেশ সফরে স্পিন বিষে কাবু হয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজ জুড়ে সাকিব আল হাসান-নাসুম আহমেদদের খেলতে গিয়ে নাভিশ্বাস উঠেছিল অজি ব্যাটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন স্পিন বান্ধব উইকেটে বাংলাদেশের বিপক্ষে খেলতে হতে পারে অস্ট্রলিয়াকে। এমন উইকেটে ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা ভালো খেলবে, এমনটাই বিশ্বাস ম্যাক ডোনাল্ডের।

[৩] বাংলাদেশ সফরে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছিলে অস্ট্রেলিয়া। সিরিজ হারের বড় কারণ হিসেবে অনভিজ্ঞতাকেই দায়ী করছেন ডোনাল্ড।

[৪] তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের মতো অভিজ্ঞরা দলের ফেরায় দল ভারসাম্যপূর্ণ হয়েছে। তাছাড়া স্পিন খুবই ভালো খেলেন তারা। ফলে এমন উইকেটে বাড়তি সুবিধা পাবে এই অভিজ্ঞ ব্যাটাররা।

[৫] অস্ট্রেলিয়ার সহকারী কোচ বলেন, স্মিথ, ম্যাক্সওয়েল, ফিঞ্চ, ওয়ার্নারের মতো অভিজ্ঞরা দলে ফিরেছে যারা তুলনামূলক স্পিন ভালো খেলে। আমরা মনে করি, বর্তমান দলের যথেষ্ট সামর্থ্য আছে। কিন্তু আমরা সিরিজের (বাংলাদেশ সফর) মতো স্পিনবান্ধব উইকেটে খেলতে যাচ্ছি।

[৬] আগামী ৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অজিদের সহকারী কোচের ধারণা এখানকার উইকেট বাংলাদেশের উইকেটের মতোই। তবে অভিজ্ঞরা দলে ফেরায় তিনি দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়