শিরোনাম

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলহত্যার নেপথ্য কুশীলবদের বের করতে তদন্ত কমিশন হবে: ওবায়দুল কাদের

হ্যাপি আক্তার: [৩] তিনি বলেন, জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকরের পর এই বিষয়ক কমিশন গঠন করা হবে।

[৩] ভোরে বনানী কবরস্থানে জেল হত্যার নির্মম শিকার জাতীয় নেতাদের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এরপর কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

[৪] তিনি বলেন, জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে জাতিকে নেতৃত্বশূন্য করা হয়েছে। জেলহত্যা দিবসে সবাইকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

[৫] ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এছাড়া নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সকালে জাতীয় চার নেতার স্বজনরা তাদের প্রতি শ্রদ্ধা জানান।

[৬] ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমদ, এইচএম কামারুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন মনসুর আলীকে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়