শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৭:১৯ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা: নৌকায় ভোট না দিলে পাড়ায় কবর দিতে দেব না

মারুফ হাসান, আয়াছ রনি: [২] নৌকায় ভোট না দিলে কবরস্থানে জায়গা হবে না বলে ভোটারদের হুমকি দিয়েছেন, কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউপির বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম।

[৩] সোমবার (২ নভেম্বর) উখিয়ার উপজেলায় রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনির মার্কেট এলাকার নৌকার প্রচারনার অফিস উদ্বোধন কালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম ওই ঘোষণা দেন।  তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

[৪] তিনি বলেন,  “যারা যারা নৌকায় ভোট দিবে না তাঁদের চিহ্নিত করা হবে। তাঁদের কবরস্থানে কবর দিতে দেয়া হবে না। এটা আমার কবরস্থান। সোজা কথা আমার কবরস্থানে তাঁদের কবর দিতে দেয়া হবে না। তাদের চৌধুরী পাড়া নিয়ে কবর দিতে হবে। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেয়া হবে না।”

[৫]  স্থানীয় কবরস্থানটিকে নিজেদের পারিবারিক কবরস্থান দাবি করে এই চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, এটা আমার কবরস্থান। যারা ভোট দেবে না তাদের চৌধুরীপাড়ায় নিয়ে কবর দিতে হবে। তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না। বাংলা নিউজ ২৪

[৬] কবর দিতে না দেওয়ার হুমকি প্রসঙ্গে জানতে চেয়ে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পাড়ায়, আমার সমাজে সবাই আমার আত্মীয়স্বজন। নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তাদের কবরস্থানে জায়গা দেওয়া হবে না, মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।

[৭] তিনি আরও বলেন, পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত সম্পত্তিতে করা হয়েছে। আমার বিরোধিতা যারা করবে, তাদের স্থান এখানে হবে না।

[৮] এসময় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোটবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়