শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১০:০৪ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে ‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

সাবেত আহমেদ: [২] গোপালগঞ্জে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস্’ খেলাকে কেন্দ্র করে কবির সরদার (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

[৩] মঙ্গলবার (২২ নবেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতের চাচাতো ভাই টিটো সরদারকেও কুপিয়ে মারাত্মক আহত করেছে হামলাকারীরা। সংকটজনক অবস্থায় তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ড-সদস্য আরজ আলী সরদার নতুন জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে ভোজেরগাতী গ্রামের জাহিদ শেখের ছেলে হাসান শেখ এবং লোকমান সরদারের ছেলে টিটো সরদার মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস্’ খেলছিল। একপর্যায়ে খেলা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সন্ধ্যা ৭টার দিকে ঘটনার জের ধরে হাসান শেখ, বাপ্পি শেখ ও সাব্বির শেখসহ ৬-৭ জন যুবক টিটো সরদার ও তার চাচাতো ভাই কবির সরদারকে চাকু দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। আশংকাজনক অবস্থায় দু’জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় কবির সরদার মারা যায়। পরে সংকটজনক অবস্থায় অপর আহত টিটো সরদারকে খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

[৫] গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম বলেছেন, এখনও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়