শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুসিকের ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রায়হান বিজয়ী

রুবেল মজুমদার: [২] জেলার সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ – নির্বাচনে সৈয়দ রায়হান আহমেদ ( ট্রাক্টর) বিজয়ী হয়েছেন। তিনি ৩ হাজার ২২৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন মিঠু পেয়েছেন ৭৪২ ভোট।

[৩] মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট বিকেল ৪টা পর্যন্ত।

[৪] উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভিড় দেখা গেছে ভোটকেন্দ্রে। এ এলাকায় নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

[৫] এ নির্বাচনে লড়ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিনজন কর্মী। তবে এদের কাউকে দল থেকে সরাসরি সমর্থন দেয়া হয়নি। তারা হলেন সৈয়দ রায়হান আহমেদ,আনোয়ার হোসেন মিঠু এবং ইয়াছিন ভূইয়া।

[৬] জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,নগরীর ৫ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ৫৯৬ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ৪ হাজার ২৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৩৫৭ নারী ভোটার। দুটি প্রতিষ্ঠানে চারটি কেন্দ্রে ভোটা দিচ্ছেন ভোটাররা।

[৭] জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

[৮] জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে জেলা পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে পোশাক ও সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষঅ বাহিনীর সদস্যরা রয়েছেন।
গত ৩১ আগস্ট অসুস্থতাজনিত কারণে মারা যান নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়