শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অত্যাধুনিক শপিং কমপ্লেক্স পলমার্টে কম দামে কেনাকাটা করবেন পুলিশ সদস্যরা

মাসুদ আলম: [২] মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারসে পলমার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। পরে তিনি ‘পলমার্টের’ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারসের অতিরিক্ত আইজি, ডিআইজি এবং অন্যান্য কর্মকর্তারা।

[৩] পলমার্ট প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। বাহিনীর সদস্যদের কল্যাণে নিজেদের শপিং কমপ্লেক্স ‘পলমার্ট’ চালু হয়েছে ।

[৪] অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মো. মাসুদুর রহমান বলেন, বর্তমান আইজিপি পুলিশ সদস্যদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। তারই নির্দেশনায় চালু করা হয়েছে পলমার্ট। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হয়। ফলে তাদের অনেকের পক্ষেই সময় মতো পারিবারিক প্রয়োজনীয় মানসম্মত পণ্য কেনা সম্ভব হয় না।

[৫] তিনি আরও বলেন, তারা যেন একই ছাদের নিচে স্বল্পমূল্যে মানসম্পন্ন দ্রব্য ক্রয় করতে পারেন সে লক্ষ্যে চালু হলো পলমার্ট। এতে পুলিশ সদস্যরা একদিকে যেমন সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করতে পারবেন, অন্যদিকে তাদের সময়ও বাঁচবে।

[৬] পুলিশ সদর দপ্তরের ফ্যাসিলিটিজ ভবনের নিচতলায় বৃহৎ পরিসরে মনোরম পরিবেশে পলমার্টে পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কম মূল্যে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, প্রসাধনীসহ মানসম্মত অন্যান্য সামগ্রী পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়