শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাণবন্ত হয়ে উঠেছে কুবি ক্যাম্পাস

মাহমুদুল হাসান: [২] কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২ নভেম্বর) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।

[৩] দীর্ঘদিন পরে শিক্ষার্থীদের মুক্ত পদচারণায় যেন প্রাণ ফিরে পেল কুবি ক্যাম্পাস। অন্যদিকে অনেক দিন পরে শ্রেণিকক্ষে উপস্থিত হতে পেরে শিক্ষার্থীরাও আনন্দিত।

[৪] বাংলা ১২ তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, 'অনলাইন সেমিস্টারে হয়তো আমরা নির্দিষ্ট সিলেবাসই শেষ করেছিলাম। কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিলেবাস ভিত্তিক পড়াশোনার পাশাপাশি নানা ধরনের ব্যতিক্রমধর্মী কাজ করার সুযোগ থাকে। সে সকল কাজের সুযোগ আবার পেতে চলছি এসব নিয়েই বিশ্ববিদ্যালয় খুলার এই বিষয়টায় আমি খুব বেশি স্বস্তি বোধ করছি।'

[৫] দীর্ঘদিন পর শ্রেণি কার্যক্রম শুরু করতে পেরে অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান জানান, 'দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় আমরাও আনন্দিত। চেনা মুখগুলো আবার সরাসরি দেখতে পাচ্ছি, এর চেয়ে ভালো বিষয় আর হয় না। করোনাকালীন বন্ধে যে সেশনজটে শিক্ষার্থীরা পরেছে, তা কাটিয়ে আবার তাদের নিয়ে এগিয়ে যাবো এই আশা রাখি।'

[৬] বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, 'শিক্ষকের পরিচয় শিক্ষার্থীরা। তারা আবার আগের মতো ক্লাস করবে, আড্ডা দিবে। দীর্ঘদিন বন্ধ থাকায় তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রেখেই আমরা শ্রেণি কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো।'

[৭] সকালে বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন সেবা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি, যাতে তারা পূর্বের স্বাভাবিক জীবনে ফিরতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়