শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৮:১০ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

সুজন কৈরী : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী গোল চত্ত্বর ও চড়াইল বালুর মাঠ এলাকায় রোববার অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০।

আটকরা হলেন, নুর ইসলাম, রাজিব ও সজিব। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি ইজি বাইক ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর নুর ইসলাম কেরাণীগঞ্জের আব্দুল্লাপুর বাজার রোড থেকে জিনজিরা জনি টাওয়ারের সামনে যাওয়ার কথা বলে ইজিবাইক চালক রাকিব হোসেনের ইজবাইকটি রিজার্ভ ভাড়া করেন।

পথে ইজিবাইক চালক রাকিবকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে ব্যাটারি চালিত ইজি বাইকটি ছিনতাই করে নিয়ে যান। রোববার সন্ধ্যায় নুর ইসলাম কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্ত্বর এলাকায় আসলে উক্ত ইজি বাইক চালক তাকে দেখে চিনতে পারেন। তখন তিনি তার বাবাকে খবর দেন। এরপর তারা র‌্যাবকে বিষয়টি জানান। পরে র‌্যাব-১০ এর একটি দল ওই এলাকা থেকে ইজিবাইক ছিনতাইকারী নুর ইসলামকে আটক করে।

পরে নুর ইসলামের দেওয়া তথ্যে কেরাণীগঞ্জের চড়াইল বালুর মাঠ এলাকার সোহেলের অটো গ্যারেজে অভিযান পরিচালনা করে চক্রের আরও দুই সদস্যকে আটক করে। উদ্ধার করা হয় ছিনতাইকৃত ৪টি ইজিবাইক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইকারী চক্রের সদস্য। বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাইর করতেন। একইভাবে আরও ৫০ থেকে ৬০টি ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, ছিনতাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইকগুলো চড়াইল বালুর মাঠ এলাকার একটি অটো গ্যারেজে লুকিয়ে রাখতেন তারা। পরে ইজিবাইক মালিকদের সংবাদ দিয়ে এনে টাকার বিনিময়ে ফিরিয়ে দিতেন। যারা টাকা দিতে পারত না তাদের ইজি বাইকের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে অন্যত্র বিক্রি করে দিতেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়