শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেজা ঘটক: ভালো বই খুঁজে পুরস্কার দেয় না

রেজা ঘটক
মাসিক সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’ অন্য বছরের মতো এবারও পাঁচটি বিভাগে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদানের জন্য বই আহন করেছে। বিভাগগুলো হলো: [১] কবিতা, [২] কথাসাহিত্য, [৩] প্রবন্ধ, গবেষণা ও নাটক, [৪] মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য ও গবেষণা এবং [৫] শিশু-কিশোর সাহিত্য। এ দেশের কোনো পুরস্কার কমিটি নিজেরা বাজার থেকে ভালো বই খুঁজে পুরস্কার দেয় না। যারা পুরস্কার পাওয়ার লোভে নিজেদের বই জমা দেয়, কেবল তাদের জমাকৃত বইগুলো থেকে কয়েকজনকে পুরস্কার দেয়। তার মানে দাঁড়ালো আপনি পুরস্কার চান বলেই মাঝে মাঝে পান। আপনার বই কোনো পুরস্কার কমিটি নিজেদের উদ্যোগে খুঁজে নেয় না। বিষয়টা খুবই পরিষ্কার। তো এই পুরস্কার নিয়ে আবার লেখালেখির জগতে এতো দেমাগ দেখানোর কিছু নেই।

শেষ বিচারে পুরস্কারপ্রাপ্ত লেখক আদতে নিজে উঠেপড়ে লেগে, জুরি কমিটির সঙ্গে সখ্যতা গড়ে, নানান কিসিমের ফন্দি ফিকির করে, পুরস্কার ভাগায়। আর আমাদের মূর্খ পাঠকরা তাদের বইয়ের পেছনে হৈ হৈ করে ছোটে। দেশের প্রায় সবগুলো লেখক পুরস্কার আদতে ভালো বই খুঁজে পুরস্কার দেয় না। পুরস্কার দেয় পুরস্কার যারা চায় কেবল তাদের। এ ধরনের পুরস্কার দিয়ে সাহিত্য বিচার হয় না। একটা সিন্ডিকেট তৈরি হয়। তারা একই গোষ্ঠীর সকল আচার-অনুষ্ঠানে ঘুরঘুর করে। অনেকটা সিন্ডিকেট ও দলবাজিনির্ভর এসব পুরস্কারপ্রাপ্ত লেখকরা আবার শাহবাগে ঘুরে ঘুরে নিজেদের পুরস্কারের সনদ দেখিয়ে বেড়ায়। এই যে পুরস্কারের নামে দেশে একটা অরাজকতা চালু হয়েছে, এর থেকে সত্যিকার ভালো বই ও ভালো লেখক খুঁজে বের করার দায়িত্ব আদতে কাদের? একটা দেশ কতোভাবে নষ্ট হচ্ছে, তা এই পুরস্কার উদ্যোগ দেখলেই শিউরে উঠতে হয়! তোমাদের এই পুরস্কারে ভালো লেখকরা গ্রহণ করেন না। বিষয়টা কী বোঝা গেলো। Reza Ghatak-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়