শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নেত্রকোণার কৃষক

সুস্থির সরকার: [২] জেলার বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা ঘটছে তবে নেত্রকোণার আটপাড়া উপজেলায় এর প্রভাব অনেক বেশি। বোরো আবাদ মৌসুম এখন। গরুই কৃষকের একমাত্র অবলম্বন। একটি হাল চাষের গুরুর দাম ৫০-৬০ হাজার টাকা। এরি মধ্যে বেড়ে গেছে গরু চুরি। সুখারী ইউনিয়নে কুলশ্রী গ্রামের দুই সপ্তাহের ব্যবধানে চুরি হয়েছে ১০ টি হাল চাষের গরু।

[৩] গত ৩০ অক্টোবর গভীর রাতে কুল শ্রী গ্রামের ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু তাহের মাস্টারের মোট ৫ টি হাল চাষের গরু চুরি হয়। গরুর মালিক মোঃ আবু তাহের মাস্টার জানান, চুরি হয়ে যাওয়া ৫টি গরুর মূল্য প্রায় সাড়ে ৩লক্ষ টাকা।গরু চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিক ভাবে খুবই ভেঙ্গে পড়েছেন।

[৪] অসহায় হয়ে তিনি আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন । একই গ্রামের উজ্জল মিয়া ৩টি, জামাল মিয়া ১ গরু চুরি হয়। অক্টোবর মাসের শেষ সপ্তাহে এই চুরির ঘটনাগুলো ঘটে। এলাকার কৃষক গরু নিয়ে পড়েছে বিপাকে চলতি বোর মৌসুমে গরু চুরি হওয়া কৃষকের স্বপ্ন ব্যাংকে দেওয়া। এলাকার কৃষকরা জানিয়েছেন তারা গরু নিয়ে আতঙ্কে রয়েছেন।

[৫] আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, পুলিশ তৎপর আছেন যেকোন সময় চুরদের ধরতে সক্ষম হবেন তিনি আরও জানান এলাকায় চলছে নির্বাচন গভীর রাত পর্যন্ত মানুষের চলাচল থাকে রাতে যারা ডিউটি করেন তাদের বুঝতে কষ্ট হয় যে কারা চুর কারা নির্বাচনি প্রচারের কাজ করে ফিরছেন।তাই গরু চুরি বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই এ ধরনের চুরি রোধ করা যাবে।

[৬] অবিলম্বে গরু চুরি বন্ধে আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থান দাবি করেন এলাকার কৃষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়